১.
‘বুক রাখি ভালোবাসার ঘাটে’
মন থেকে জন্ম নেয় শিল্প, অতঃপর প্রণয়।
বেঁধে রাখি সৃজন কানন, প্রণয়ের দড়ি –
কেবলই শব্দ, চিত্র, কল্প, ছন্দ, উপমারা ভ্রমর সাজে।
ও-ভ্রমর ছেড়ো না আমার; বুকের ভেতরে প্রণয়ের
লেনাদেনা ঘাট।
২.
‘ঢেউয়ের দোলায় এসো মাতাল ভ্রমর’
ও বাউল ডেকো নাগো আর। একতারার বৈকুণ্ঠ হতে।
হাটে যদি এসো তবে নিও নারে মন –
মনের বাঁধনে মন। তবু কেন জননীর কোল থেকে ছিন্ন বাঁধন।
কার জন্য তুলে রাখো তোমার সেতার; রক্তবীজ পুষ্পপত্র
ছায়াবাণী চাষ।
৩.
‘কথার ভেতরে জন্ম ক্ষয়িষ্ণু জীবন’
কী তার কথার মাতন! ফের যদি নেচে ওঠে ধ্বনি;
তবে কি নাচিবে মাঠ নাচিবে হৃদয়ের নিস্তরঙ্গ মহুয়ার বন?
নাকি রাধার জোনাকিরা নেচে যাবে নীল পাখি হয়ে –
কার জন্য জাগো তুমি ওহে ফলবতী? এলোচুলে গন্ধ মাখো
কেনো রাধাবতী?
Leave a Reply
You must be logged in to post a comment.