পেছনে না-তাকানোই ভালো,
পেছনে মজা-দিঘি, কাঁটা ঝোপঝাড়
সাপখোপ,
পেছনে ধুলোভরা পথ এসেছি পেরিয়ে,
পেছনে মানুষেরা সব রংবাজ, ক্লাউন!
তারা নিষ্প্রাণ পাথর,
তাদের প্রতিহিংসায় ক্রমাগত রক্তাক্ত হয়েছি!
পেছনে চাঁদের আলো কুয়াশায় ঢাকা,
দেখা যায় না আকাশ –
ফেটে পড়ে বজ্রঝড়!
অন্ধকারে গর্জায় সাগরের ফেনিল জলরাশি!
পেছনে রক্তচক্ষু পলিফেমাস সব দুর্দান্ত ভয়ংকর!
এদিকে এখন নতুন খেলা,
শব্দভেদী স্তব্ধতা নেমেছে হৃদয়ে –
এখন শুধুই চন্দ্রদর্শন!
আকাশ নেমেছে নিচে ভরা জ্যোৎস্নায়!

Leave a Reply
You must be logged in to post a comment.