দুখু বাঙাল
অনেক আলোকবর্ষ পার-হওয়া ঘর্মসিক্ত রৌদ্রের ছায়ায়
মানুষের পথ আগলে বসে আছে দিব্যি কালোবাঘ
কেউ বলে অখ- অন্ধকার কেউ বলে লেগেছে গ্রহণ
কখন এসেছে বাঘ লোকালয়ে জানে না মানুষ।
ক্ষণে ক্ষণে লেজ নাড়ে ডাকাতের মতো এই বাঘ
ভাব লয়, উদ্যত থাবা মেলে এই বুঝি গিলে খাবে
পৃথিবীর বুড়ো নদী অথবা বিস্ময়ঝরা এই পিরামিড
কখন এসেছে বাঘ লোকালয়ে জানে না মানুষ।
কখন এসেছে বাঘ লোকালয়ে জানে না মানুষ!
মানুষই তো টেনে তুলে বসিয়েছে পৃথিবীকে পর্বতচূড়ায়
বোধের বিস্তারহীন মানুষের আত্মা আজ বড় বেশি ঐশ্বর্যহীন – মহামান্য পোপের টুপির মতো সংকুচিত বুঝি বা নির্ভার।
Leave a Reply
You must be logged in to post a comment.