প্রকৃতি

কাজলেন্দু দে

 

ক্রমে বইমেলা ঘুরে ঘরে ফিরে আসি। এই ঘরে নীড়হারা পাখির উড়াল

আর বিধবা সকালের স্বপ্ন মিলেমিশে থাকে – এককোণে পথ থেকে তুলে আনা

দীর্ঘশ্বাসও থাকে। চৌকাঠ পেরোলে মাঠ, দূরে নদী, হাওয়ার চিৎকার। হাওয়া জানে

কেন আমি মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে যেতাম। এভাবেই ক্রমশ নিজের কাছে

ফিরে আসা, রহস্যকে ভালোবাসা আর পরাবাস্তবের মুখ খুব কাছ থেকে দেখা হলো।

ময়দানে শীতের বেলা, দক্ষিণ সুন্দরবন, ঝাউবীথি আমাকে খুব টানত তখন। কয়েকটি

সূর্যোদয়, অসংখ্য সূর্যাস্ত আর পরিযায়ী পাখিদের ওড়াউড়ি আমার অ্যালবামের

মধ্যে কতকাল বন্দি হয়ে আছে।

প্রকৃতি আমার মা। দিনশেষে বুঝতে পারছি

এবার মায়ের কাছে ফিরে যেতে হবে।