প্রচ্ছদ-পরিচিতি

শিরোনামহীন

মাহমুদুল হক বাংলাদেশের বিমূর্ত চিত্রশৈলীর এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর সৃষ্টি ও প্রকাশভঙ্গিতে আধুনিক দৃষ্টির যে-বিচ্ছুরণ রয়েছে, তা এই শিল্পীমানুষটির সৃষ্টিকে করে তুলেছে গহনতাসন্ধানী।

রঙের উদ্ভাস, অবয়ব-গঠনের শৃঙ্খলা ও বর্ণের আকার তাঁর চিত্রসম্ভারে এক স্বতঃস্ফূর্ত আবেগ সৃষ্টি করে।

ষাটের দশকের শেষ পর্যায়ে তিনি যখন আর্ট ইনস্টিটিউটের ছাত্র তখন থেকেই  নিরন্তর পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে নির্মাণ করে নিয়েছেন নিজস্ব এক শৈলী। রঙের সুমিত ব্যবহার, বর্ণের লেপন ও অবয়ব তাঁকে স্বাতন্ত্র্যে চিহ্নিত করেছে। মূলত বিমূর্ত ধারায় তাঁর অবগাহন হলেও বাস্তব জীবনভিত্তিক কাজও তাঁর আছে। এই সকল চিত্রে বাংলাদেশের মানুষের জীবন উপেক্ষণীয় নয়। বিশেষত তাম্রতক্ষণে পরিশীলিত সূক্ষ্ম করণকৌশলের প্রয়োগে তাঁর ছাপাই ছবি হয়ে ওঠে চিত্রগুণসমন্বিত।

১৯৮০-৮৪ সালে তিনি জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে ছাপাই ছবিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরবর্তীকালে কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন।

হৃদয়গ্রাহী অলংকরণ ও রঙের ঘন বুনোট তাঁর চিত্রে শুদ্ধ এক রোমান্টিক আবেশের সৃষ্টি করে। ১৯৬৮ সালে তিনি চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, সেখানে অধ্যাপনা করেন দীর্ঘকাল।

বাগেরহাটে তাঁর জন্ম ১৯৪৫ সালে।