প্রচ্ছদ-পরিচিতি

শিল্পী আবু তাহের বিগত শতাব্দীর ষাটের দশকের মধ্য পর্যায় থেকে এ-দেশের শিল্প-অঙ্গনে বিচরণ করছেন। নিরলস ও ঐকান্তিক চিত্রসাধনার মধ্য দিয়ে তিনি চিত্র সৃজনে এক বৈশিষ্ট্য অর্জন করেছেন। তাঁর রেখা বেশ শক্তিশালী। বিমূর্ত চিত্ররীতিতে তিনি সিদ্ধহস্ত। মধ্য ষাট ও সত্তর দশকে এই ধারার চিত্র রচনার মধ্য দিয়ে অনেকেরই চিত্রভাষা ও ভুবন নির্মিত হয়েছিল। অনেকেই এই ধারার চিত্র সৃজনের মধ্য দিয়ে স্বাতন্ত্র্যও অর্জন করেছিলেন। মোহাম্মদ কিবরিয়া, কাজী গিয়াস, কাজী আবদুল বাসেত, আবু তাহের ও মাহমুদুল হক এঁদের মধ্যে অন্যতম।

আবু তাহেরের সৃজনে বিমূর্ত রীতির প্রাধান্য থাকলেও এই বিমূর্তায়নের মধ্যে তিনি কখনো-সখনো দেশের সংকটকেও উপজীব্য বিষয় করেছেন। রঙের ব্যবহারে তিনি খুব উজ্জ্বল রং ব্যবহার করেন এবং এই উজ্জ্বলতায় তাঁর কম্পোজিশনের পরিপ্রেক্ষিত অর্থময় হয়ে ওঠে।

তিনি ১৯৩৬ সালের ১ নভেম্বর কুমিল্লর চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে তিনি চারু ও কারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

দেশে ও বিদেশে তিনি বহু একক এবং যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।

প্রচ্ছদে ব্যবহৃত অ্যাক্রিলিকে করা ছবিটির সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।