জাফরুল আহসান
বউ কথা কও, বউ কথা কও, উদাস চোখে
ডাকছে পাখি সকাল-সাঁঝে পাতার ফাঁকে
রাত্রি-দুপুর কষ্টগুলো আড়াল করে
বউ কি তার মান করেছে একলা ঘরে?
বুকের ভেতর দুঃখ যে তার কেমনতরো
প্রণয়-শোকে কাঁপছে হিয়া থরো থরো
কেই-বা বোঝে গোপন ব্যথা নিজের করে
কোন পাখিটা নাড়ল কড়া বন্ধ ঘরে
বউ কথা কও বলে পাখি ডাকিস কেন
বউ কি তোর খেলার পুতুল, খেলনা যেন
ঘর ছেড়েছে বউ যে তোর নাগর ধরে
বউ কথা কও মিছেই ডাকিস জনম ভরে।