বকলম

বিশ্বজিৎ মণ্ডল

 

ঘরকন্না ছেড়ে সোমত্ত বেরিয়ে পড়লে আমার সঙ্গে…

 

নির্বিকল্প জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে – বৈষ্ণবীর ধাম

আধ-হাঁটু জলে দাঁড়িয়ে কখনো কৃষ্ণনাম ভুলে

উচ্চারণ করেছো – পরিযায়ী প্রণয়ীর

 

যেভাবেই ভেবেছো পরিত্যক্ত সংসার…

বিষাক্ত গ্রহ থেকে ঝিরিজল বেয়ে ধুয়ে গ্যাছে

তোমার প্রাক্তন জীবন

 

ঘর আর ছাড়লাম কোথায়?

তুলসীতলায় প্রবঞ্চনা খুলে রেখে, শুরু করি –

বৈষ্ণবের মেঘমন্দ্রন