শিহাব সরকার
আগুনে পোড়ে যদিও বাসর
হিজলতলায় সঙের আসর,
শুনবে বিলাপ দূরের কেউ
উন্মাদেরা গুনছে ঢেউ।
ঘণ্টা বাজে রাতদুপুরে
ঠিক তখনই লাশ পুকুরে,
জলসাঘরে ঢলানি সাকি
ডাকছে বিজন রাতের পাখি।
ভোরের রোদে চোখ জ্বলে যায়
অন্ধ মাঝি দাঁড় বায়,
প্রহরগুলো রাখছি পুষে
অঙ্গারে আর আগুনে তুষে।
বর্ষা নামে খরার দেশে
কাটলো জীবন ছদ্মবেশে,
ছায়ার মতো থাকছে যে-ভয়,
বন্যরাতে জাগতে হয়।