শতরূপা সান্যাল
বহু বহু চান্দ্রমাস এভাবেই পথ চেয়ে আছি
অগ্নিভুক কাল বসন্ত খেয়ে গেছে অর্জুনের বীথি
তোমার পায়ের চিহ্ন রেখে গেছে অনিরুদ্ধ দাগ
তারাদের গুঁড়ো দিয়ে কবে ভরবে এই শূন্য সিঁথি।
পড়ন্ত রোদের লাল এখনো এ-জানালায় আসে
এখনো বাতাসে ভেসে আসে দূর যূথীর সুবাস
আর আসে মন খারাপের কিছু দূরাগত গান
এভাবেই পথ চেয়ে বসে আছি বহু চান্দ্রমাস!