বাংলাভাষা

কাজল চক্রবর্তী

স্বরের ব্যঞ্জনে যা উঠে এলো দুহাতে
সেইটুকু অর্জন আমার সংগ্রহে থাক
জলাধারের একপ্রান্তে বকের প্রতীক্ষায়
এবার ছুড়ে দেবো উদ্দাম শ্রীচরণ

প্রতীক্ষা জুড়ে জেগে উঠবে প্রাপ্তিবিম্ব
আর সেই বিম্ব জুড়ে থাকবে আমার পৌরুষ
মেঘের পাহাড়ে জেগে থাকবে ভেজা চাঁদ
আমার আলোয় আলোকিত সেই চাঁদে
একবার উপরে উঠবো, তারপরে নিচে
বাতাসে ভাসবে ক্রমশ উজাড় করা সুখ

প্রিয় বাংলাভাষা
আমি তোমাকে এইভাবে গ্রহণ করেছি বহুবার…