বাবর

হাফিজ রশিদ খান

 

বাবরের সঙ্গে আমি থেকেছি অনেক কাল

মাতৃভূমিরক্ষার সংগ্রাম আর

বিকশিত কাব্যগুণ : এই

নিবিড় বিচারে

জুড়ি নাই তার

 

এও ভারসাম্য বইকি আমার জীবনে –

বলেন মোগল অধিপতি হেসে

 

কোমরবন্ধের তরোয়ালে ফুল্ল গোলাপের মুখ

উঁকিঝুঁকি দেয়

মুকুটমণিতে রৌদ্র জ্বলে দিগ্বিজয়ী

সোয়ারির তকমায়

 

প্রাসাদের বাইরে শত্রুর গান – বীভৎস যুদ্ধের আলামত

 

তারপরও আসে গজলের রাত

হাতে ছলকায় মায়নাবের পেয়ালা

 

বেগে বাবর পেরিয়ে যান স্তেপভূমি – পাহাড়ের

দুর্গম গুহায় গেঁথে ফেলেন

বিশ্বাসভঙ্গকারীদের অহংকার…

 

 

দুস্থ মানুষের চুমু কেন কেউ গ্রহণ করে না

আকবর আহমেদ

 

একজন ক্ষুধার্ত প্রতিদিনই একটি করে শূন্য থাল পাঠায়

আমি তাকে আবর্জনাস্তূপে ফেলে এসে তরল সাবান দিয়ে

ব্যক্তিগত খাবারের ডিশটি পরিষ্কার করি।

ভেবে পাই না ভুল কোথায় লুকিয়ে থাকে

ভেবে পাই না দুস্থ মানুষের চুমু কেন কেউ গ্রহণ করে না!

শীতকাল, গোলার্ধের মানচিত্রে বরফ পড়ছে।

ভেবে পাই না কেন এই মানুষটির সঙ্গে বারবার দেখা হয়!

টিভি খুলে রিমোট ঘুরাতেই নিজের নির্বুদ্ধিতা প্রকাশ পায়

দেখার ঔৎসুক্যে চোখ দুটি জ্বলে ওঠে…।

 

আমি ভাবতে থাকি মানুষকে জাগিয়ে তুলতে আমি প্রস্ত্তত…,

আমি ভাবতে থাকি যাবতীয় বৈপ্লবিক তত্ত্বের তালাশ আছে

আমার কাছে।

আমি ভাবতে থাকি এ-বছরটি আন্তর্জাতিক কবিতাবর্ষ উদ্যাপনের

আমি ভাবতে থাকি এ-বছরটি আন্তর্জাতিক জলবর্ষ,

আমি ভাবতে থাকি আগামী বছরটি আন্তর্জাতিক মলবর্ষ!