বিচ্ছেদ

কামাল চৌধুরী
উপসংহারের আগে বিচ্ছেদের পত্রে লেখা ধুলোবালি কাদার অক্ষর
সেখানেই বেইলি ব্রিজ উড়িয়ে দিয়েছে অলিখিত যুদ্ধবিমান
বিজয়ের জন্য আমার সাঁতার শেখা জলের পাশে বিধ্বস্ত নদীতীর
তুমি শুনতে পাচ্ছ চর জাগার শব্দ আর নদীভাঙনের অমিতাচার

কোথাও হারিয়ে গেলে ফের বসতির পাশে অফুরন্ত নিরবতা
তাঁবু জীবনের উৎসব শেষে আমাকে ভাসিয়ে দিও লুপ্ত জলে
আত্মজীবনীর একভাগ আমার অসতর্ক চুম্বনগুলি
বাকি অংশে আমি পাল তুলে দিয়েছি একা একা বেদনা জাগাতে।
৮/৩/২০১৯