বিদায় বলি হে সুবর্ণ সময়

যতই গুছিয়ে আনি গুছানো তো হয় না কিছুই!

কার ইঙ্গিতে সব এলোমেলো হয় দ্রুতলয়ে?

ছড়ানো-ছিটানো সব আসবাবে ধুলো জমে একাকার হয়

সবাই তাকিয়ে দেখে, হাসে

আনন্দে বিভোর হয় দেখি

এ কেমন পড়ন্ত বিকেল আমার?

এক ফোঁটা রং নেই, ধূসর পশ্চিম আকাশ

আকাশের মেঘখণ্ড ম্রিয়মাণ থেকে থেকে

উড়ে চলে দূর থেকে দূরে …।

আগত সন্ধ্যা নিয়ে ভাবনার দিন গেছে চলে

ঘণ্টাধ্বনি বাজলো বলে

বাজলো এই আজানের সুর

আমার বসন্তদিন শীতসন্ধ্যার কাছে হার মেনে

কুয়াশার মুঠোবন্দি হলো …

বিদায় বলি হে সুবর্ণ সময়।

Published :


Comments

Leave a Reply