বিরহের হাঁস

না চেয়েই কোনোকিছু 

যে তোমার ডানপাশে সারাপথ ছায়া হয়ে হাঁটে

ভালোবাসার হিজাব-আবৃত হয়ে মনে রেখো তারে।

না পেয়েই কোনোকিছু

যে তোমার ভুলটাকে ফুল বলে লড়ে সব ঘাটে

প্রেমের আলখেল্লা পরে একজীবন খুঁজিয়ো তাহারে।

না ছুঁয়েই কোনোকিছু

যে তোমার দুঃখরাতে হাত ধরে নিয়ে যায় চাঁদোয়াসড়কে

বিরহের হাঁস হয়ে পাড়ি দিয়ো লক্ষ মাইল তাহারই অন্তরে।

শূন্যহাতে রাজসিক প্রত্যাবর্তন চিরদিন প্রেমেই মানায়।