বিষণ্ণ মুহূর্তের গল্প

চাণক্য বাড়ৈ

কারা আসছে নিষিদ্ধ ভায়োলিন বাজিয়ে – তাদের কাছে গিয়ে বলি, উজ্জ্বল হও, বের হয়ে এসো এই ঘোরগ্রস্ততা থেকে – এতদিন তীরবিদ্ধ ছিলে, এখন পান করো এই সুর – কথার নির্যাস –

কবরের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে তোমরা শুনতে চাও মৃত মানুষের গান – অথচ, মাথার ওপর যুদ্ধবিমান উড়িয়ে দিয়ে সারাক্ষণ বিরক্ত করো তাদের – কবে যে বুঝবে, মৃতরাও মানুষ!

তার চেয়ে, যদি পারো, সহজ হও আরো – মুখ থেকে সরিয়ে নাও পোড়োবাড়ির নিরেট গাম্ভীর্য – কেননা, প্রতিটি বিষণ্ণ মুহূর্তের গল্প একটি ঝরা ফুল হয়ে ভেসে যেতে চায় বেলাশেষের স্রোতে –