কালীকৃষ্ণ গুহ
‘অন্ধজনে দেহ আলো’
এই কথাটা ঘিরে অনেক
যজ্ঞবেদি
মশাল জ্বালা।
‘অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে’
এই কথাটায় হঠাৎ কেমন
ফুটে উঠল
রক্তজবা।
‘দিন ফুরালো হে সংসারী’
শোনার পরেই ভেঙে পড়ল
অনেক সাধের
বসতবাড়ি।
‘দিনের পরে দিন যে গেল’
এমন সরল উচ্চারণে
কেঁপে উঠল
সপ্তপাতাল।
‘অশ্রম্ননদীর সুদূর পারে ঘাট দেখা যায়…।’
এইখানে শেষ প্রশ্নচিহ্ন? নাকি শুরু?
প্রশ্ন থাকুক
বটের ছায়ায়।