কান পেতে আছি
কে যেন বাজায় এক অস্থির সেতার
ধ্যানমগ্ন শিল্পীর আঙুল
ফোটায় অজস্র ফুল নানান রঙের
বাহারি নকশা-আঁকা, বিচিত্র ভঙ্গিতে
চতুর্দিকে শাদা রক্তপাত
ডুবে যাচ্ছে ঘর-বাড়ি-মাঠ-ঘাট
পশুপাখি, শিশুরাও আজ জেগে আছে
বাজনাটা কাউকেই ঘুমোতে দিচ্ছে না
সারারাত জেগে আছি, কান পেতে আছি
Leave a Reply
You must be logged in to post a comment.