আমারও স্বপ্ন ছিল পুঁইমাচা নিকানো উঠোন
আমারও আকাশ ছিল বৃষ্টিভেজা সজল সঘন
আমারও নদী ছিল স্বচ্ছতোয়া অবিরাম বহমান
আমারও নারী ছিল অভিমানী বেহুলা তার নাম
যখন ফাগুন মাসে বনে বনে আগুন শিমুল
ছায়াঘেরা ডালে ডালে সুগন্ধী আমের মুকুল
সাক্ষী ছিল বনদেবী মৃদুকণ্ঠে রেখো আমায় মনে
বলেছিলে এলোচুলে বিবশ বসন্ত তখন;
শ্রাবণের মেঘ হয়ে আজো দেখি শুয়ে আছে মেয়ে
দেহ তার মেঘনার উত্তাল ঢেউ যমুনার
অবিনাশী দানো এক ঘুমন্ত রেখেছে অনন্তকাল
রুপোর কাঠির খোঁজে আজন্ম আমি উন্মাতাল
তবু জানি কাশফুল শুভ্রহাসি জেগে উঠবে সে
ইতিহাসে বারবার জেগেছে যেমন বাংলা নামের মেয়ে ॥
Leave a Reply
You must be logged in to post a comment.