বেহুলা বাংলা : সনেট

অকূলের কূল বেহুলা তুমি ভাষাহীনদের প্রতিবাদের ভাষা

তোমায় দেখে গাঙ্গুরপারে জেগে ওঠে নতুন দিনের আশা

ঝড়ের রাতে শিখিয়েছিলে কেমন করে নৌকা বাইতে হয়

কেমন করে কামট-কুমির-ভেড়ুয়াদের ঘটাতে হয় পরাজয়

অলৌকিক ওই ভেলা যখন ছুটে চলে অজানা অমরায়

চিরদুখী জীবনস্রোতও আমাদের সেদিক পানেই ধায়

কখনো নামে বিষাদ সন্ধ্যা কখনো তা পায় সূর্যরশ্মির আলো

সঙ্গে থাকলে বেহুলা জানি সব কিছু শেষে ঘটে ভালো;

তোমায় তাই চোখে চোখে রাখি ছাড়ি না তোমার সঙ্গ

তোমার সব চলন জানি ভ্রূভঙ্গি সব শরীরের প্রতি অঙ্গ

ইশারায় যখন ছিন্ন কর নদীতীরের দৃঢ় বন্ধনরশি

গভীর বিশ^াসে আমরা তখন নাওয়ের দাঁড়ে গিয়ে বসি

যখন গেয়ে ওঠো বাংলা মায়ের স্মৃতিজাগানিয়া কোনো গান

টানি বৈঠা পরমানন্দে জাগে আমাদের লক্ষ সজীব প্রাণ॥