আনন্দনিকেতনে ভীষণ ব্যস্ত সবাই

ঘর গোছাতে আর ভোজনবিলাসে

কেউ বিশ্বাস করে না জীবন ঠুনকো

আমোদ-আহ্লাদ আর ফ্যাশনে মশগুল।

ভুলে যায় আপন পর ভুলে যায় ঈশ্বর।

নির্বিবাদে রক্ত ঝরায় রক্তের সম্পর্কে

মন কি বলে সে খোঁজ রাখে না কোনোদিন

বিত্তবৈভবে নিজেকে শক্তিশালী করে।

অস্ত্রের ঝনঝনানিতে অবারিত উল্লাস

পৃথিবী কত সহ্য করবে আর

অপলক নয়নে পলক পড়ল বুঝি

মুহূর্তে থেমে যেতে পারে জীবনযন্ত্র।

পালানোর পথ নেই কোনো

ধরা দিতে হবে তার কাছে

যার হাতে নাটাই তোমার কুর্নিশ তোমায়, স্বীকার করি তুমিই সব।