ভুবন বেদেনির পাড়া

আহমেদ বাসার

 

এখনো নেভেনি আলো – আরো কিছুদূর হেঁটে যাও

ভুবন বেদেনির পাড়া হতে কিছুটা পশ্চিমে হেলে

যে-পথ চলে গেছে জীবন-মাঝির কুটির ঘেঁষে

তার শেষপ্রান্তে ঝুলে আছে আদিম হারিকেন

যদিও নিভুনিভু – হাতে তুলে নিয়ে কিছুটা উসকে

দাও আলো, চড়া দামের কেরোসিন যদি সম্ভব হয়

কিছুটা কিনে নিও প্রগতির দোকান থেকে

সভ্যতার সমস্ত বাতি আজ আলো ছড়ায় উলুবন জুড়ে

চাঁদবেনে আলো নিয়ে চকমকে অন্ধকার পকেটে

নেমে আসে দক্ষিণের অজপাড়াগাঁয়

 

পরিত্যক্ত আলোদের বাড়ি গিয়ে এবার নিয়ে আসো

জৌলুসবিহীন জীবনের রসদ, ভোলানাথের ভুলে যাওয়া

নাম ধরে একবার ডাক দাও গলা ছেড়ে, দেখবে শরীর থেকে

একে একে খসে পড়ছে দূরত্বের খোলস…