মধ্যবিত্ত

প্রবালকুমার বসু

 

বয়ে বয়ে সম্পর্কের গোপন ভার, উটের মতন তুমি কুঁজো হয়ে গেছ

পিঠের কুঁজের ওপর একটা গোটা জীবনের নিঃসঙ্গতা

এর খুব কাছাকাছি গেলে শুনি কীভাবে হাওয়া এসে

নিঃসঙ্গতা আরো বাড়িয়ে দিয়ে যায়। একসময়ের সম্পর্কগুলো

পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়ে আছে অলৌকিকতার পাশে

আর তুমি? নুড়ি ও পাথর ঘেঁটে, আশা করছ ঠিকই পাবে

পুনরায় একবিন্দু জল।