মননে মুক্তিযুদ্ধ

রেজাউল করিম

 

মুক্তিযুদ্ধ মননে নিয়ে

অফুরন্ত রোদেলা আকাশের সুদীর্ঘ সকালে

হেঁটে বেড়াই প্রফুল্লচিত্তে

হাঁটতেই ভালোবাসি আমি। অফুরন্ত রোদে

ঘেমে-নেয়ে বেহদ্দ হাঁটি এ-কোন কালে!

হেঁটে বেড়াই অবরোধ-হরতালে –

 

শান্তিপূর্ণ সুন্দর আগামীর পথে পথে

সংঘাত আর বিভেদের গন্ডিরেখায় গণজাগরণ

শাহবাগে শান্তিমিছিল, রাজাকারের ফাঁসি

 

শুধু হাঁটতেই ভালোবাসি

আকাশের পর আকাশে

বাতাসে বাতাসে ঘুরে বেড়াই আর বেহদ্দ হাঁটি

নিদারুণ যানজটে আপন মনের অফুরন্ত রোদে

অভয়নগর এখন

ভয়ের বিচরণভূমি

মালোপাড়ায় মেয়েরা

মুমূর্ষু সময়ের গুনছে দিনক্ষণ আর

পুড়ে ছারখার

বাজে বীণা সপ্ততন্ত্রীর নন্দন ঝংকার

অফুরন্ত রোদে। সুশীতল শিরীষের কমল ছায়ায়

মৃদুমন্দ বাতাসের বুকে দানবের হাঁটাহাঁটি

পদচ্ছাপ, চোরাগোপ্তা সন্ত্রাসী হামলায়

 

জাতির পিতা আর শিশু রাসেলসহ

ত্রিশ লাখ মানুষের আত্মাহুতি অগুনতি মা-বোনদের

ইজ্জতহরণ বেদনার্ত বিদায় স্বাধীনতার দাম;

 

শান্তিপূর্ণ সুন্দর আগামীর পথে পথে

মুক্তিযুদ্ধ মননে নিয়ে

বিভেদ আর সংঘাতের গন্ডিরেখায়

হরতালে-অবরোধে স্লিপারে-ফিশপ্লেটে

রেলের চাকা দুমড়ে-মুচড়ে একি সন্ত্রাস?

পেট্রোল বোমায় – উড়ে যায় বাস

বিমূর্ত মুখে ভয়াল চিৎকার আর্ত জিজ্ঞাসাগুলি

শোকাহত হৃদয়ের নানা শোকের চিত্রাবলি :

 

আমি স্তম্ভিত, বিস্মিত আমি – নাকি

বিস্মিত হওয়ার প্রাণ উবে গ্যাছে কবে তাই

 

হন্তদন্ত হেঁটে বেড়াই

হুরাসাগরের পাড়ে মননে মুক্তিযুদ্ধ

রূঢ়তা আর নিষ্ফলতার অধম অন্ধকারে

অাঁকিবুকি নাকি

কী জানি কী

কালবৈশাখি

 

কুয়াশার মতো ধারালো বাতাসে

অফুরন্ত রোদেলা আকাশের করুণ ক্যানভাসে

সাক্ষিগোপাল আমি এ-কোন কালে

মননে মুক্তিযুদ্ধ তাই

বেহদ্দ হেঁটে বেড়াই – অবরোধ-হরতালে।