হোসনে আরা জাহান
চারপাশে সব মুখস্থ বোধ ওড়ে
ছকে বাঁধা দিন ছকে বাঁধা রাতগুলো
মনে থাকবার মন্ত্রটি জপ করে
রাখছি না খোঁজ মনের শিমুল তুলো
এত তোড়জোড় ম্যারাথন দৌড় চলে
তাড়াহুড়ো আর শুভঙ্করের সাজ
নিমরাজি থাকি নিজেরই করতলে
জগতের ভালো ভাবায় না তাই আজ
বুকের ভেতর কাচের শহর পুষে
মেঠোপথ বেয়ে যতই যাচ্ছি হেঁটে
কাদা জল ধুলো অশ্বত্থ বট মানুষে
ঘোলা করে দিই গঙ্গাজলও ঘেঁটে।