কিছু নির্বিকার ভালোবাসা আছে বৃক্ষপিঠে
রুক্ষ আকাশে – অরিন্দম ব্যাকুলতা নিয়ে
সুন্দরের নিস্পৃহ সবুজে নিষ্ঠাবতী রাতের দ্রাঘিমায়
চৈতন্যের মগ্নতায় আহত সৌন্দর্যে পাখিদের অভিমানে
বিকলাঙ্গ আলোকবর্ষ প্রত্যেকে গ্রামের বাড়িতে
অথবা রাত্তিরে দূরে ডাকে নৈমিষ অরণ্যে কারো ঘরে;
কিছু হাহাকার – গোপন কস্তুরী নীল ঝিঁঝি
বুকের শরীরে স্বয়ংক্রিয় শস্যের ধ্রুপদী খেলা
সময় গুহায় কিছু বীভৎস ব্যথায় অতলান্ত সমুদ্রের
শঙ্খ হৃদয় কিছু কিছু আবেগের নির্লিপ্ত দহনে
দৃশ্যের অগোচরে জীবন জীবন বলে আর কারো
ঘুমের ভেতরে, মাধবীর কিছু কিছু দীর্ঘশ^াস –
মুখে লেগে চিরন্তন নিঃস্বতায় পথের আনন্দ খোঁজে মরমি অজয়।