বায়তুল্লাহ্ কাদেরী
এই যে একটি মাছি ভং ধরে
সারাদিন পড়ে আছে বিছানার ওপর
সারাদিন মাছিটির ভং বিহবল মাছির মাথা
চক্রাকার ঘুরিতেছে
আরো চক্রাকার মাছির ছিলান দেহ
হায় এত জটিলতা!
কীভাবে খোয়াব দেখি –
যন্ত্রণার নর্তকীকে একা ফেলে আমি
কতল করেছি এক তিমির মোরগ?
নিজের সাজের দিকে তাকালেই
মনে হবে সং,
জবরজং রংচঙে সং এক
আমিও মাছির মতো অবশেষে
ভং ধরে পড়ে আছি হায় বহুকাল
কোনো এক দুধের বোঁটায়!
এ এমনি তরলের এঁটো নিমজ্জন
অন্ধকারে তার চোখ জ্বলে;
আমি কি খোয়াব দেখে হারিয়ে ফেলেছি
জটিল তকমা?
হারিয়ে ফেলেছি বহুদিবসের
জৌলুসের বাদশাহি?