মাঝে মাঝে কোনো একলা বিকেলে
করুণ মূর্ছনার মতো বাজতে থাকি নিজের ভেতরে
রোদ নেমে যায় দৃশ্যাতীত পথের ওপারে;
তখন কুয়াশা নামে সন্ধ্যায় – আর চারপাশে
শুকনো ধুলো ওড়ে,
ধূসর বেদনার মতো শুকনো ধুলো ওড়ে;
আমার দুঃখভরা গান কুয়াশায় ঢাকা জ্যোৎস্নার মতো
তাকে ফেলে রেখেছি কুঁকড়ে-থাকা শীতের ভেতরে
তার ম্রিয়মাণ অস্পষ্ট অন্তরাল আমাকে লুকিয়ে রাখে
সেই একলা বিকেলে, সেই একলা সুরের বিকেলে।
Leave a Reply
You must be logged in to post a comment.