মানুষকে আমি এতদিন কবিতা ভেবেছি

তোকেও

মানুষকে আমি এখন আর কবিতা ভাবতে পারি না

তোকেও

মানুষ আমার কাছে এখন শুধুই পদ্য

ছন্দময় চরণের সাজানো সংসার