মুগ্ধকর

ফারুক মাহমুদ

সঞ্চয়ে রাখি না কিছু। দুহাতে যেটুকু থাকে ব্যয় করে ফেলি

উৎসাহে উপুড় করি মন…

আগুনের স্পর্শ নেই, বজ্রপোড়া বৃক্ষটির মতো
ভৌতিক দাঁড়িয়ে থাকা আর কতক্ষণ!
ফণার সৌন্দর্য নেই, শুধু শুধু কেন তবে ছেঁড়াখোঁড়া সাপের খোলস!

সবার অভ্যাস নয় ক্লান্তিকর খাদ্য খুঁজে মরা
আগুনে ঝাপায় কেউ। বুকে রাখে পাথরের ধস

যে আমার সবচেয়ে বেশি প্রয়োজন
ব্যয় ক’রে করি তাকে শীর্ষ মূল্যবান

থেমে যাওয়া মানে
শেষ হওয়া নয়
চক্ষুজলে ফুটে থাকে সময়ের গান!

হারিয়ে, কুড়িয়ে যদি পুনঃপুন ব্যবহƒত হয়
অন্তরে অনন্ত জাগে, বেঁচে থাকে মুগ্ধকর প্রেমের হৃদয়