দেবাশিস লাহা
মৃতকে নিয়ে খিল্লি করতে নেই –
সে যেখানে গেছে, তুমিও সেখানে যাবে;
বরং ফিসফিসিয়ে জেনে নাও,
সেখানে ফুলদানিতে ফুল রাখার কোনো রেওয়াজ আছে কিনা,
পেস্ট কিনতে ভুলে গেলে মুখ ধোয়ার বিকল্প ব্যবস্থাটি কেমন;
ভালোবাসা খুঁজতে গিয়ে হারিয়ে যাওয়া মেয়েটার সাথে দেখা হওয়ার
সম্ভাবনাই বা কতটুকু!
মৃতদের নিয়ে খিল্লি করতে নেই;
তারা যেখানে গেছে, তোমরাও সেখানে যাবে।
Leave a Reply
You must be logged in to post a comment.