আকাশ যে নীল নয়
এ-কথা জেনে গেছে মৃতরাও
তারাও ওড়াতো ঘুড়ি এতোকাল
রংধনু কেটে কেটে ভাসাতো ধীবরকালে
কতশত সাতরঙা নাও।
নেবুলা গুঞ্জনে আকাশ কি আজ ফালা ফালা?
শ্বাসকষ্ট বেড়ে গেছে মৃতদের?
আকাশ যে নীল নয় এ-কথা জানার পর
মৃতরাও পালালো শহর ছেড়ে
আকাশের গল্প নিয়ে সেই থেকে
খেদ নেই কারো আর
আকাশবিহীন অন্ধকার রাত পৃথিবীতে নেমে এলে
মিল্কিওয়ে ঘুরে ঘুরে
একাকী জোনাকি শুধু জ্বলে আর নেভে।