যখন সে, আর, ও ছিলাম

মাকিদ হায়দার

দেখা যখন হলো না

তখন দাঁড়িয়ে না থেকে অফিসে

যেতে দেখি

সেই তিনি।

সাথে নূতন পুরুষ

রাগ অভিমান হলো না কিছুই

পায়ে, পায়ে, অফিসে এসে দেখি আমার

ঘরের চেয়ারে

অচেনা একজন আছেন বসে।

আগে তাকে

চোখে পড়েনি আমার,

এমনকি,

কোথাও দেখা হয়েছিল কি না

কিছুতেই পড়ল না মনে।

হাসি দিয়ে সেই তরুণীর নিকট থেকে জানতে

চেয়েছিলাম হঠাৎ এইখানে কেন

কিছু চাই কি না আপনার!

                  মেয়েটি সাহসী,

                  জানালেন তিনি!

                  বিজ্ঞাপন দিতে হবে আমার পত্রিকায়,

                  কমপক্ষে হাজার পাঁচেক।

                  ওই টাকা থেকে মিলবে কমিশন

                  তাই দিয়ে হবে

                  জীবন যাপন।

মেয়েটিকে বিজ্ঞাপন-টিজ্ঞাপন দেইনি কিছুই।

রীনা এখন নিয়মিত চুল আঁচড়ায় আমার

সামনে দাঁড়িয়ে।