অনুরাধা মহাপাত্র
মরুভূমি থেকে আজ ফিরে গেছি বাংলার প্রাচীন মাটিতে
মরুভূমি থেকে আলুলায়িত উন্মাদিনী মৃত্তিকার চুলে
আজ বৃষ্টি নামে।
আঁচলে আড়াল করে অবগুণ্ঠিত বধূ শেষ দীপ নিয়ে যায় ধীরে-
এখানে এখন রাত কত! সেলফি তোল কেন?
জান নাকি পাখিরাও ডিম পাড়ার আগে তবু ভয়ে উড়ে যায়
কত গ্রহ মুছে যায় – কত গ্রহ মুছে যাবে!
হস্তা নক্ষত্রের ঝরা রেশ রয়ে যাবে এই শিলাপটে!
শূন্য এই রাত নটনারায়ণ রাগে সুর তুলে যাবে।
কাছে দূরে প্রদীপ উসকে দিয়ে যাবে হাওয়া
এর পরেও কি সেলফি তুলবে তুমি নিজের ধ্বংসের!