শামসুল ফয়েজ
রামবাবু রোডের ভাড়াবাসার বারান্দায়
ফুটে থাকত লাজুক সন্ধ্যামালতি
সকাল-সন্ধ্যায় বেলপাতা-জবাফুল দিয়ে
চলত তার পবিত্র আরতি।
সন্ধ্যামালতির কপালের মাঝখানে
জ্বলজ্বল করত সিঁদুররঙের টিপ।
কোলাহলমুখর শহরে নির্জন বাড়িটা ছিল
যেন এক আত্মমগ্ন অভিমানী দ্বীপ।
তুলসীতলায় প্রতিটা সন্ধ্যায় জ্বলত সুস্নিগ্ধ প্রদীপ।
ব্রহ্মপুত্রের কিনারে, বুড়াপিরের মাজারে,
কালীবাড়ি রোডে, লোকনাথ মন্দিরের আঙিনায়
থরে থরে ফুটে থাকা
লাল-হলুদ-কমলা-সাদা পেলব সন্ধ্যামালতি
আমাকে কেবলই প্রশ্ন করে,
তুমি তো খুঁজলে না!
কোথায় হারাল তোমাকে দেখার জন্য
সারাবেলা উন্মুখ-ব্যাকুল-করুণ সন্ধ্যামালতি।