রোদের আলো গায়ে মেখে নাও

বাইরে এসো, বাইরে এসো,

আর থেকো না অন্ধকারের –

                       বদ্ধ ঘরে,

অজ্ঞানতার ময়লা ধুলো

ঝেড়েই ফেলো,

জীবনটাকে বুঝতে শেখো –

                   নতুন করে।

কেউ কারো নয় ব্যস্ত সবাই

আখের গোছায় –

এই পৃথিবীর জলসাঘরে,

নতুন করে বুঝতে হবে –

কোনটা নেবে হাতের মুঠোয়;

কাঁটা ও কেয়া, দুঃখ ও সুখ –

সাজানো ঠিক থরে থরে।

মনের কোণে জমিয়ে রাখা

হিংসা-আগুন

নিভিয়ে ফেলো, নিভিয়ে ফেলো,

দিন-রাত্তির সবুজ থেকো,

যেজন তোমার কাছের মানুষ

যেজন তোমায় ভাবে আপন;

একলা থেকে –

তাকেই কেবল কাছে ডেকো।

বুকের ভেতর শীতের ছোবল,

লেপ্টে আছে নিকষ আঁধার!

দীপ জ্বেলে দাও, দীপ জ্বেলে দাও,

রাত ফুরোবে, লুপ্ত হবে –

সকল বাধা, প্রাচীর বাধার;

রোদের আলো নাঃ মেখে নাও।