পথ ভুলে যদি চলে আসো কোনোদিন
ফেরাবো না, কখনো না!
মনে করো ফেলে আসা আলো-আঁধার
অবহেলা, অবিস্মরণীয় ভুল
দেয়ালের এককোণে লেগে থাকা হিরণ¥য় ঝুলকালি,
আবেশরঙা দুঃখ, পরিযায়ী পাখির
মতো স্মৃতি – কী যেন কী যেন ধুৎ
বলতেই পারো : চলনসই জীবন
ভাবতেই পারো : মিলনায়তন
যায় আসে না। গমনে সামান্য লেগে আছে
লবণ ও সামাজিক ধুলো;
পথ ভুলে যদি ফিরে আসো কোনোদিন
ফেরাবো না, কক্ষনো না, রোদ্দুর…
Leave a Reply
You must be logged in to post a comment.