লেলিহান সাধ

সৌম্য সালেক

ওরা দুজন সাগরে সূর্যডোবা দেখতে গিয়েছিল।

ভেবেছিল ফিরে যাবে, জীবনের সংরক্ত সজ্জায় সময়ের বরে লীন হবে লুটেপুটে
পথে-পরিযানে ক্লান্ত হবে সুখের চরণ
পুত্রকন্যার শোকে মুহ্যমান বিষণœ দীর্ঘরাত বেদনার গীত হবে
তারপর কোনো এক হিমরাতে হলুদ পাতার মতো নিঃশব্দে ঝরে যাবে

ওরা ভেবেছিল, এসব ঘটবে না কোনোকালে, ছড়াবে না শোভা কেবল চারিদিক বাড়াবে রটনা
আর ভ্রান্তি বিলাবে পৃথিবীর অপ্রতিম লোকে লোকে …!
ঢেউয়ের তীব্র প্রহারে পাথরে পাথরে গোপন কামনার মতো নিরন্ত খেলে যাবে সেই উগ্র-স্বপ্নভার
তটে তার ঝিনুক কুড়াবে না কেউ!

ওদের বোধ হলো আকস্মাৎ : এই পুষ্পসন্ধ্যায় হতে পারে জীবনের অবসান
কিছু শোভা স্থির হোক জীবনের পারে
অস্তরাগিণীর তানে নেমে যাও ক্ষীণপ্রাণ
চিরঘুমে, চিরসুর জাগো …

সূর্য ডোবে ডোবে, দিনরাত্রির সেই খর-মোহনায়
ওরা ডুবেছিল Ñ
সন্ধ্যাতারাদের চোখ ফোটার অবকাশে
নীল-মত্ত-মজ্জনে …
ওরা দুজন সাগরে সূর্যডোবা দেখতে গিয়েছিল।