আলোক সরকার
সাদা রঙের বড় ফুল।
ভোরবেলায় শুরু করেছিল
এখন তার কাজ
সম্পূর্ণ হয়েছে।
জনমানবহীন বাড়ি
নিঃস্বতা বলছে।
যাদের থাকার কথা ছিল
তাদের থাকা অনাবশ্যক হলো।
অনাবশ্যকতা
প্রশ্ন হচ্ছে
সাদা রঙের একটা ফুল
আর সেই অজ্ঞানতা
শূন্য ঊর্ধ্বমুখ
হয়েছে।
সে গ্রাস করতে চাইছে
বৃক্ষ, তরুণ মেঘপুঞ্ছ।
বারুকলা, কতটুকুইবা
করবে।
তার খিদে
কবে মিটে গেছে।
কেবল ওই আশেপাশে ঘোরা –
জিবের তলায়
লোনাজল।
খোঁড়া পায়ের আপ্রাণ দৌড়।