শহিদ টিলা থেকে উড়ে যায় বিষণ্ন পাখিরা

শহিদ টিলা থেকে উড়ে যায় বিষণ্ন পাখিরা আর

লাল মাটি থেকে ওঠে ফসিলের ঘ্রাণ

পিচ থেকে কালো ভাপ ওঠে

কয়লার গুঁড়োগুলো ছড়িয়ে যায় ঠান্ডা বাতাসে

উত্তরাধুনিক কবি খোঁজে জাদুবাস্তবতার তুষ

আগুন দেবে বলে

বিদুর সুদূর হয়ে বসে থাকে পান্থজনেরা

রক্ত-ঘাম পড়ে থাকে পারদখসা আয়নার ভেতর

বিদুষক ভাঁড়ের মতো তবু যাচ্ছে দিন

যতোই জমা হোক আত্মত্যাগের ঋণ!

লাল মাটির পরতে পরতে কী এক হাহাকার, কী এক ক্রন্দন

যেন এক বিষাদ ব্যালাদ সিম্ফনির মতো নেমে আসে।

খুব নিরিবিলি শহীদ টিলা থেকে উড়ে যায় বিষণ্ন পাখিরা।