শিরোনামহীন

আহমেদ শামসুদ্দোহার সৃজনে প্রকৃতি প্রধান বিষয় হলেও তিনি মানবজীবনের নানা অনুষঙ্গ অঙ্কনে সিদ্ধি অর্জন করেছেন। প্রকৃতির নানা দিক অঙ্কনে তিনি পারঙ্গম। প্রকৃতির সৌন্দর্য অঙ্কন এই শিল্পীকে করে তোলে সর্বদা আলোড়িত। তিনি দেশে ও বিদেশে অসংখ্য চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এছাড়া বিভিন্ন কর্মশালায়ও তিনি অংশগ্রহণ করেছেন। তাঁর চিত্রে উৎকর্ষের জন্য তিনি পুরস্কৃতও হয়েছেন।

১৯৮০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং ও পেইন্টিং বিভাগ থেকে বিএফএ ডিগ্রি অর্জন করেন।

তাঁর জন্ম ১৯৫৮ সালে ব্রাহ্মণাবড়িয়ায়।

প্রচ্ছদে ব্যবহৃত ছবিটি অ্যাক্রিলিকে আঁকা।

ছবিটির সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।