শিরোনামহীন

বাংলাদেশের মুষ্টিমেয় যে-কজন শিল্পী আন্তর্জাতিক শিল্পাঙ্গনে খ্যাতি ও সুনাম অর্জন করতে সমর্থ হয়েছেন শাহাবুদ্দিন তাঁদের একজন। তাঁর সৃষ্টিতে বাঙালির দীর্ঘদিনের সংগ্রাম, ঐতিহ্য ও জীবনচর্যা নানা দৃষ্টিকোণ থেকে প্রতিফলিত হয়েছে। বিশেষত বাঙালির অহঙ্কার ও গর্ব মুক্তিযুদ্ধের দীপ্ত চেতনাকে ভিত্তি করে তিনি চিত্র অঙ্কন করেছেন। তাঁর হৃদয়ে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ও যুদ্ধদিনের স্মৃতি এখনো উজ্জ্বল। তাঁর সৃজনক্রিয়ার কেন্দ্রে স্থিত হয়ে আছে মুক্তিযুদ্ধ। একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধে এই শিল্পী সরাসরি অংশগ্রহণ করেছেন। এই অংশগ্রহণই শিল্পী শাহাবুদ্দিনের সৃজনধারায় বহু ভাবনা নিয়ে নিত্য প্রতিবিম্বিত হচ্ছে। সে-সময়ে তিনি পর্যবেক্ষণ করেছেন বাঙালির অমিত সাহস ও শৌর্য। তাঁর চিত্রে মুক্তিযোদ্ধার অবিশ্রাম পথচলা ও গতি অনিঃশেষ শক্তি নিয়ে প্রতিফলিত হয়। এই গতি ও শক্তি তাঁর চিত্রের বোধে সর্বদাই নবীন মাত্রা সংযোজন করে। তার সঙ্গে যুক্ত হয় শিল্পিতবোধের উদ্ভাবননৈপুণ্য। প্রচ্ছদের তেলরংটি তারই উদাহরণ।

শাহাবুদ্দিন ১৯৭৩ সালে চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক হন। সে-বছরেই ফরাসি সরকারের বৃত্তি নিয়ে উচ্চতর শিক্ষাগ্রহণের জন্যে তিনি প্যারিস গমন করেন। প্যারিসে অধ্যয়ন তাঁর শিল্পপ্রকরণ ও শৈলীকে নানাভাবে সমৃদ্ধ করে। সেখানকার শিল্পবোদ্ধা মহলের দৃষ্টি আকর্ষণে তিনি সমর্থ হন। দেশে-বিদেশে বহু পুরস্কার ও সম্মানে তিনি ভূষিত হয়েছেন। এখন তিনি প্যারিসবাসী।

শিল্পী শাহাবুদ্দিন ১৯৫০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

১৯৯৫ সালে তেলরঙে আঁকা ছবিটির সংগ্রাহক আবুল খায়ের।