শীতের অরণ্যে ভুয়া তদন্তকারী প্রতিপক্ষ হয়ে উন্মাদের মতো দৌড়াতে থাকে! যার পিছু নিয়েছে সে সাবেক যোদ্ধা? না বুদ্ধিজীবী? বহুদিন ঘরের মধ্যে আবদ্ধ থাকতে থাকতে এক ধরনের অস্থিরতা ও যন্ত্রণা মস্তিষ্ক নিষ্ক্রিয় করে দেয় এ সময় কমিউনিস্ট, সোশ্যালিস্টরা কে কোথায় কী করছে কে জানে? তাদের কী নির্দিষ্ট কোনো কাজ আছে? পরিস্থিতি মানুষকে বদলে দেয় না বদলে যায়? এরকম বহুবিধ প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয় অপ্রত্যাশিতভাবে! দাসত্বপ্রথা বিলুপ্ত হলেও প্রযুক্তির শিকার ঘেরাটোপের মতো। বৈপরীত্য দুর্বোধ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো মনে হলেও সহিংসতা অস্তিত্ব সংকটকে তীব্র করে তোলে। বিস্ময়করভাবে মানুষের অধিক উত্তেজনা ধ্বংস করে দিচ্ছে মানবতা ও মায়া! অধিক তথ্য সঞ্চয়ও মৃত্যুর মতো হিম ও বধির! গণ-বিভ্রান্তির শিকার হলে কখনো কখনো মিথও কার্যকর ভূমিকা রাখে। ব্যক্তিগত চিন্তা ত্রুটিপূর্ণ হলে মানুষ ক্ষমতার অপব্যবহার করে এবং মনে করে ‘অজ্ঞতাই শক্তি।’ এরকম সময়ে সমূহ সম্ভাবনা নিঃশব্দে খিল এঁটে বসে থাকে মানুষের কাছে যাবার ভয়ে!
Leave a Reply
You must be logged in to post a comment.