শ্রীকান্ত ভট্টাচার্য
জানালা খুলে দাঁড়িয়েছি
কুয়াশারা শরীর নিয়ে থম মেরে
দাঁড়িয়ে আছে,
আমার মতোই প্রকট
দিন মেখে অর্ধেক।
সংসার ক্ষতে জ্বলনই শীতের সাথে
গুটিয়ে দিচ্ছে আমাকে
অনেক, অনেক সঞ্চিত, অনেক সঞ্চয়
শীতের ভেতর থেকে চুরি করতে
লেপমুড়ি লাদাখ, তিববতের ঘুম
জমলো এ-চোখে।
Leave a Reply
You must be logged in to post a comment.