ষড়যন্ত্রের ডালপালা গজিয়েছে পঙ্গপালের
মতো। প্রতিহিংসার আগুন জ্বলছে শত্রুর
চোখে। যেদিকে তাকাই ফাল্গুনের ধুলোভর্তি
মুখ, ঘুমন্ত দেহের ওপর স্মৃতির নির্জনতা।
মায়া কই? এতো বহুবিধ শর্তের জাল আর
চাঁদের জিকির! সেইসব নাদানেরা ভুল নামতার
ঘোরে জেঁকে বসেছে ঝরা পাতার মর্মর হয়ে!
যারা মেরুদণ্ড বাঁকা করে লোভনীয় অপরূপ
হতে চায় তাদের গঠনতত্ত্ব নিয়ে গবেষণা করে
কী ফল পাওয়া যায় অবশেষে? ঘোরের মতো
জ্বরের কোনো রং থাকে না! সন্দেহে ভরা ভাঙা
পথ আর অমানুষের গল্পে ভরা রাতে যোগসূত্র
ভূমিকাহীন আষাঢ়ে গল্পের মতো মনে হতে থাকে
একঝাঁক আবাল যখন সংস্কৃতি নিয়ে অত
বাণিজ্য শুরু করেছে তখনো নটরাজ রংচটা
সহিংসতায় মত্ত হয়ে সন্ধ্যার নৈঃশব্দ্য ভেঙে
ভেঙে বৃত্তাবদ্ধ হতে চায় …
Leave a Reply
You must be logged in to post a comment.