তোমাকে আষাঢ়স্য সকালে
একবার কদমফুল উপহার দিয়েছিলাম
উৎফুল্ল তুমি অদম্য উৎসাহে বলেছিলে
গোলাকার সাদাটে হলুদাভ মৃদুগন্ধফুল
বর্ষার আগমনীবার্তা কদমফুল
প্রকৃতির অব্যর্থ নিয়মে পৃথিবীর বাগানে
আজো কদমফুল ফোটে
কিন্তু তোমার চাঁদমুখ এতো আবছা-আবডাল লাগে কেন
হায় তাহলে কী আমি
অনির্দিষ্টকালের জন্য তোমাকে হারিয়ে ফেলেছি
Leave a Reply
You must be logged in to post a comment.