গোলাম কিবরিয়া পিনু
আমার নিভৃত কুঁড়েঘরের পাশে ডুমুরগাছটা
নিয়ে আমি আছি, হ্যাঁ – আমি দুটি ছাগলও পালন
করি, তারা দুগ্ধ দেয়, তাদের ভালোবাসি,
ভালোবাসি কাঁঠালগাছে যে-পিঁপড়েরা বসত
করে তাদেরও, ঘাসফড়িংও – যে বাবুই পাখিরা
আমার খেজুরগাছে বাসা বেঁধে কিচিরমিচির
করে, তারা আমারও প্রতিবেশী। উদ্ভিদ ও
প্রাণীদের সখ্য নিয়ে আমি প্রতিফলিত
ও পরিব্যাপ্ত – সেটা আমার মতন বেকুবও জানে, তুমি জানো না!
Leave a Reply
You must be logged in to post a comment.