সন্ধ্যার কুসুম নদী

রাত্রির দুপুরে হাঁটে গল্প ছেঁড়া রোদ

দূরে ডাকে কেউ,

মন পোড়ে

ঝরে পড়া বসন্তের শব্দ

অস্তমিত লাল আঙুর গাছের ছায়া

বৃষ্টির হরিৎদাহ

চোখে ফোটে গোলাপের কাঁটা;

ঘুম জানালায় হেসে ওঠে

স্বপ্নদীর্ণ জলরং ঠোঁট

লাবণ্যের আগুন সিম্ফনি

সন্ধ্যার কুসুম নদী

অথৈ নৈঃশব্দ্যের গান

স্নিগ্ধ শিল্পস্বর উজ্জ্বল ঐশ্বর্যের তুমি

ডাউন ট্রেনে ফেরে – না ফেরা

উন্মাদ রাত্রি-নিবিড় স্পর্শের ঘ্রাণ,

রোদের বাতাসে জাগে ঘুমন্ত পৃথিবী

বুনোফুলের ছায়ায় পথগুলি জেগে ওঠে

অন্য পথে – তুমি আজ অন্য তুমি

অন্য বসন্তের কোলাহল।