সব কিছু ঠিক আছে?

নূহ-উল-আলম লেনিন

 

সব কিছু বদলে যাবে, বদলে যাবে স্বপ্নালু পৃথিবীর সাবেকি স্বরূপ

যারা ছিল নিচে, তারা আচম্বিতে উঠে যাবে সপ্তম আসমানে

শাস্ত্রে সেসব কথা লেখা আছে স্বর্ণের অক্ষরে

সব কিছু ঠিক ছিল, কেবল হতচ্ছাড়া ‘গর্বাচেভ’ (?) উল্টে দিলো পাশা।

 

সব কিছু বদলে গেল, সমাজতন্ত্র মার্কসবাদ-লেনিনবাদ মাও চিন্তাধারা

লাল চত্বরে ও শামিত্মর উদ্যানে লেনিন আর মাওয়ের মমির মতো পড়ে আছে

সমাজতন্ত্রের লাশ – বিদীর্ণ ব্যবচ্ছেদে বর্শার ফলায়

সব কিছু গাঁথা হয়ে গেছে, বাজারের মুক্ত পতাকা আর মানুষের ভবিতব্য-ধাঁধা।

 

সব কিছু ঠিক আছে, ঊর্ধ্ব অধঃ ঈশানে নৈঋতে, উত্তরে-দক্ষিণে পূর্বে ও পশ্চিমে

যাদের থাকার কথা নিচে, তারা আছে নিচে,

উপরে যাদের কথা, তারাই উপরে

সব কিছু ঠিক আছে এশিয়ায় আফ্রিকায় য়ুরোপে কি লাতিনে উত্তরে।

 

সব কিছু ঠিক আছে, ধর্মের কল? পুঁজির শেকল আর অস্ত্রের বল?

মানুষ কী ঠিক আছে? ভাগ্যচক্রে বাঁধা তারা থাকবে চিরকাল?

মানুষ কী পোষ মেনে অন্ধকারে হারাবে ঠিকানা?

সব কিছু যদি ঠিক, তবে কেন বৈরী হাওয়া উত্তরে-দক্ষিণে পুবে ও পশ্চিমে?