সময়ের সমীকরণ

রাত্রি-দিন সম্পূর্ণ চকচকে কীলকের মতো,

প্রভাত মাঝের একটা শূন্যস্থান।

অতীত আবার আগামীও।

জীবনের তলদেশে রয়েছে বাতাসের অস্তিত্ব,

উৎপত্তি থেকে বহমান

বেষ্টিত উত্তেজনা একটা রেখার মতো,

এবং জীবনের অসীম সংখ্যা

সব রাখা হয়েছে একই অবস্থায়।

চাঁদ দাঁড়িয়ে আছে দূরত্বে,

হৃদয়ের স্পন্দন ভেসে যায় …

সবকিছু হারিয়ে ফেলার পরও

রয়েছে আলো।

কখনো জীবনের সূত্র পরিবর্তন করতে দেখি,

কিছুই নেই যেটা তার মতো নয়।

মহাসাগরের স্বর কোনো না কোনো স্থানে রয়েছে,

তবু মনোযোগ দিই না

রামধনু দুই পা বিস্তৃত করে দাঁড়িয়ে আছে,

একটা প্রশস্ত চমৎকার নিক্তি

সবাই ওর পানে চেয়ে আছে,

কেউ একজন ডাকছে দূরের আকাশ থেকে।